Date : 2021-10-20

১ থেকে ১০ জুন মাধ্যমিকের লিখিত পরীক্ষা, সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

২০২১ সালের মাধ্যমিকের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১ থেকে ১০ জুন হবে পরীক্ষা। বেলা ১১.৪৫-এ পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র পড়ে দেখার জন্য মিলবে ১৫ মিনিট সময়। এরপর বেলা ১২টা থেকে ৩ টে পর্যন্ত সময় উত্তর লেখার জন্য।

পরীক্ষার সূচি এরকম। ১ জুন (মঙ্গলবার) প্রথম ভাষা। ২ জুন (বুধবার) দ্বিতীয় ভাষা। ৩ জুন (বৃহস্পতিবার) ভূগোল। ৫ জুন (শনিবার) ইতিহাস। ৭ জুন (সোমবার) গণিত। ৮ জুন (মঙ্গলবার) জীবনবিজ্ঞান। ৯ জুন (বুধবার) ভৌত বিজ্ঞান। ১০ জুন (বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়।