Date : 2024-04-24

প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, স্থিতিশীল হলেও সঙ্কটজনক

প্রবল শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুধবার দুপুরে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় দ্রুত গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। যে বোর্ডে রয়েছেন ৬ জন বিশিষ্ট চিকিৎসক। হাসপাতালে আনার পরেই তাঁর শারীরিক পরীক্ষার পাশাপাশি করোনা পরীক্ষা হয়। আরটিপিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ হওয়ায় হাঁফ ছাড়েন চিকিৎসকরা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা এতটাই যে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছে। সিটি স্ক্যানে বুকে প্যাচ পাওয়া গিয়েছে। অক্সিজেনের স্যাচুরশন বা সংবহনের মাত্রা ৯৫ শতাংশ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধদেববাবুকে যখন আনা হয় তখন তাঁর জ্ঞান ছিল না। অক্সিজেন স্যাচুরেশনও ৭০ শতাংশের বেশি ছিল না।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বনগাঁয় জনসভা মিটতেই কলকাতায় ফিরে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও মেয়ের সঙ্গে। খোঁজ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার। মুখ্যমন্ত্রীর আগেই অবশ্য হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটু পরে হাসপাতালে পৌঁছে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা। একটু রাতের দিকে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনকরও।