Date : 2024-04-24

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারাল ভারত, সেরা রাহানে

অ্যাডিলেড টেস্টে লজ্জার হার। অধিনায়ক বিরাট কোহলির দেশে ফিরে আসা। ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের একাংশ বলেই দিয়েছিলেন, এই সিরিজে কচুকাটা হতে চলেছে ভারত। চার-শূন্যে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। কিন্তু বিরাটকে ছাড়াই মেলবোর্ন টেস্ট জিতে সমালোচকদের মুখে তালা মেরে দিল ভারতীয় দল। আগাগোড়া দাপটের সঙ্গে খেলে উল্টে অস্ট্রেলিয়াকেই সাড়ে তিন দিনে দুরমুশ করলেন ভারতীয়রা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে খুইয়ে ২ রানের লিডে দাঁড়িয়ে ছিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার চতুর্থ দিনে ২০০ রানে মুড়িয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্যামেরন গ্রিন। ভারতের পক্ষে বুমরাহ ২, অশ্বিন ২, জাদেজা ২, সিরাজ ৩ এবং উমেশ যাদব ১টি উইকেট তুলে নেন। ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৭০ রান। দলীয় ১৬ রানের মাথায় মায়াঙ্ক আগরওয়াল (ব্যক্তিগত ৫ রান) ও ১৯ রানের মাথায় চেতেশ্বর পুজারা (ব্যক্তিগত ৩ রান) ফিরে যাওয়ায় ভারতীয় শিবিরে ৩৬-এর আতঙ্ক ফিরেছিল। কিন্তু ৩৬ রোজ রোজ হয় না। দৃঢ় হাতে অস্ট্রেলিয় বোলিংয়ের যাবতীয় বিষ শুষে নেন ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রাহানে। ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৩৫ রানে গিল ও ২৭ রানে অপরাজিত থাকেন রাহানে।সিরিজ আপাতত ১-১। সিরিজের আপাতত যা মেজাজ ও গতিপ্রকৃতি তাতে এই ভারতকে হারানো অত সহজ হবে না।