Date : 2024-04-18

হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের, আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া বাতিল করল হাইকোর্ট

২০১১ ও ২০১৫ সালে রাজ্যে আপার প্রাইমারি বা উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।যা রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।রাজ্য স্কুল শিক্ষা দফতরের নেওয়া ওই দুই বছরের টেট পরীক্ষার নিয়োগে (শূন্যপদ ছিল ১৪৩৩৯টি) দুর্নীতি হয় বলে অভিযোগ জমা পড়ে। দায়ের হয় অসংখ্য মামলা। অতদিন আগে পরীক্ষা হলেও ২০২০ সালে এসেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। সেই মামলাতেই শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, যারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছিল তাদের সবাইকে সুযোগ দিতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল মোডেও হতে পারে নিয়োগ। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মামলাকারীদের পক্ষে অন্যতম আইনজীবী ফিরদৌস শামিম বলেন, এই রায়ে এটা প্রমাণিত হল তারা নতুন নিযুক্ত হবেন তারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হবেন না।