Date : 2024-04-25

সব ধরনের ক্রিকেট থেকে অবসর পার্থিব প্যাটেলের, শুভেচ্ছা জানালেন অনুরাগীরা

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। বয়স প্রভাব ফেলছিল ক্রিকেটে। ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে শেষমেশ তাই ইতি টানারই সিদ্ধান্ত নিলেন পার্থিব। কেরিয়ারের শুরুতেই ২০০৩ সালে ভারতীয় দলের সদস্য হিসাবে আইসিসি বিশ্বকাপে রানার্স হওয়ার ভাগিদার হয়েছিলেন পার্থিব। এরপর যখনও সুযোগ পেয়েছিলেন নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তবে সেভাবে দাগ কখনই কাটতে পারেননি। এরপর মহেন্দ্র সিং ধোনির প্রবল উত্থান পার্থিবকে কার্যত অসম প্রতিযোগিতায় ফেলে দেয়। আন্তর্জাতিক কেরিয়ারে ২৫ট টেস্টে ৯৩৪ রান করেছিলেন পার্থিব। সর্বোচ্চ ৭১ রান। ৩৮টি একদিনের ম্যাচ খেলে করেন ৭৩৬ রান। সর্বোচ্চ রান ৯৫। দুটি টি ২০ ম্যাচেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন গুজরাতি এই ক্রিকেটার।