Date : 2024-04-18

দুই অঙ্কের বেশি আসন পাবে না বিজেপি, চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের, পাল্টা কৈলাসের

অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুশোর বেশি আসন পাবে বিজেপি। ২২০-র বেশি আসন পাবে তৃণমূল। পাল্টা বলেছেন অভিষেক। কিন্তু তিনি কী বলছেন? তিনি অর্থাৎ ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিধানসভা ভোটে তৃণমূলের রণকৌশল করছে পিকের সংস্থা আইপ্যাক। সেই সংস্থার কাজের ধরনধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই একাংশ। এরই মধ্যে বিজেপি নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছে একটাই কথা। তৃণমূলকে সাফ করে বিজেপি প্রায় জিতেই গিয়েছে। শুধু ভোটটাই যা বাকি। রবিবার বোলপুরে সাংবাদিক সম্মেলন থেকে ফের সেকথাই বোঝানোর চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকাল হতেই জবাব দিল তৃণমূল। সৌজন্যে পিকের টুইট। সেই টুইটে পিকে লিখেছেন, বিজেপিকে নিয়ে বেশিই মাতামাতি করছে সংবাদমাধ্যম। কিন্তু ভোটে দুই অঙ্কের বেশি আসন বিজেপি পাব না। তাঁর এই পূর্বাভাস যদি ভুল প্রমাণিত হয় সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন তিনি। দুই অঙ্ক শুরু হয় ১০ থেকে, সর্বোচ্চ ৯৯। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। অর্থাৎ রাজ্যের ক্ষমতায় আসা হবে না বিজেপির। পিকের টুইটের মানে করলে এটাই দাঁড়ায়। পিকের টুইটের জবাব দিতে দেরি করেননি বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। হালকা ছলে তাঁর পাল্টা টুইট, বাংলায় বিজেপির যে ভোট-সুনামি চলছে তাতে সরকার গঠনের পরে দেশ একজন দক্ষ ভোটকুশলীকে হারাতে চলেছে!