Date : 2024-04-19

দেশপ্রেম নয়, নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস পালনের ঘোষণা কেন্দ্রের

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে গোটা দেশে পালন করবে কেন্দ্রীয় সরকার। ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। কলকাতা সফরে আগামী ২৩ জানুয়ারি জাতীয় গ্রন্থাগারে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি কেন্দ্র এখনও মানেনি বা সে ব্যাপারে বিবেচনার কথাও জানায়নি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, ওই দিন দেশনায়ক দিবস হিসাবে বাংলায় পালন করা হবে।নেতাজির জন্মদিনকে দু-দশকেরও বেশি সময় ধরে দেশপ্রেম দিবস হিসাবে পালনের দাবি জানিয়ে আসছে ফরওয়ার্ড ব্লক। বস্তুত নেতাজির শতবর্ষ পালনের সময় থেকেই তাদের এই দাবি। তাদের সেই দাবিকে অগ্রাহ্য করে পরাক্রম দিবস পালনের ঘোষণাকে তাই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।