Date : 2024-04-25

পঞ্জাব পুরভোটে মন কি বাত শোনাল কৃষকরা, ধরাশায়ী বিজেপি

পঞ্জাব-হরিয়ানার কৃষক আন্দোলনের ঢেউ আগেই আছড়ে পড়েছিল রাজধানী নয়াদিল্লিতে। এবার পঞ্জাব পুরভোটের ফলেও শোনা গেল কৃষকদের মন কি বাত। একদিকে কংগ্রেসের যখন জয়জয়কার তখন কার্যত নিশ্চিহ্ন বিজেপি। গত ১৪ ফেব্রুয়ারি ৮টি পুরনিগম ও ১০৯টি পুরসভা ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ হয়েছিল। বুধবার ভোট গণনার পর থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকে কংগ্রেসের বিজয়রথ। বুধবার যে সাতটি পুরনিগমের গণনা হয়েছে তার ৬টিতে জয়লাভ করেছে কংগ্রেস। এর মধ্যে রয়েছে কাপুরথালা, অবহর, বাতালা, হোসিয়ারপুর, ভাতিন্ডা, মোগার মতো পুরনিগম। আর একটি পুরনিগমেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। সেটিও কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে। বৃহস্পতিবার আর একটি পুরনিগমের গণনা হওয়ার কথা রয়েছে। পরিসংখ্যান বলছে ৫৩ বছর পরে ভাতিন্ডায় জয় পেল কংগ্রেস। ১০৯টি পুরসভা ও নগর পঞ্চায়েতেও কংগ্রেসের ঝুলি ভরে দিয়েছেন ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নয়া কৃষি আইনের প্রতিবাদে চলা কৃষক বিক্ষোভ, কৃষক মৃত্যু, সরকারের অনমনীয় মনোভাবই ভোটারদের সিংহভাগকে কংগ্রেসমুখী করেছে।