Date : 2021-10-22

নিভল মশাল, আইএসএলের ফিরতি ডার্বিতে মোহনবাগানের ৩-১ জয়

প্রথম লেগে জয় এসেছিল ২-০ গোলে। গোল করেছিলেন রয় কৃষ্ণা ও মনভীর সিং। আইএসএলের ফিরতি ডার্বিতেও মসৃণ জয় তুলে নিল এটিকে মোহনবাগান। এবার জয় এল ৩-১ গোলে। প্রথমার্ধে রয় কৃষ্ণার গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ৪১ মিনিটে তিরির আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই চলতে থাকে। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামসের অনবদ্য গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। খেলার শেষ দিকে ৮৯ মিনিটে লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুতে দেন হার্নান্ডেজ। এই জয় মোহনবাগানের জন্য বেশ কয়েকটি প্রাপ্তি। আইএসএলের অভিষেক বর্ষেই চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জোড়া ডার্বি জয়। আইএসএলের মগডালে উঠে পড়া। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। যা আরও কাছাকাছি নিয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের।