Date : 2024-03-29

বিধানসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস

ওয়েব ডেস্ক : – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ প্রথম দফা শুরু হতে বাকি মাত্র কটা দিন। প্রতিটি রাজনৈতিক দল ব্যস্ত তাদের দলের প্রচারে, জনসাধারনের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে। এরই মাঝে বুধবার বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ঝাড়গ্রামে দুটি সভা করে কলকাতায় ফিরে ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো

মহিলাদের ক্ষমতায়ন, কর্ম সংস্থান ও ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা, এই ৩ টি স্তম্ভের উপর দাঁড়িয়ে বাংলার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। পাশাপাশি দেওয়া হয়েছে পাহাড়, তরাই ও ডুয়ার্সের উন্নয়ন বোর্ড গথনের প্রতিশ্রুতি। ইস্তাহারে রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি, যার মধ্যে অন্যতম-

দিদির দশ অঙ্গীকার

বার্ষিক ৫ লক্ষ কর্মসংস্থান, বেকারত্ব হার অর্ধেক

১.৬ কোটি যোগ্য পরিবার কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা

দুয়ারে দুয়ারে রেশন ব্যবস্থা চালু

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের ঋণ

কৃষকবন্ধু প্রকল্পে বার্ষিক ১০,০০০ টাকা একর পিছু সহায়তা

বার্ষিক ১০ লক্ষ নতুন এমএসএমই, ৫ বছরে ৫ লক্ষ কোটির নতুন বিনিয়োগ

স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় দ্বিগুন, জেলায় জেলাউ কার্যকরী সুপার স্পেশালিটি হাসপাতাল

প্রতি ব্লকে একটি মডেল আবাসিক স্কুল, শিক্ষায় ব্যয় বৃদ্ধি

বাংলা আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়ি

৪৭ লক্ষ পরিবারকে নলযুক্ত পানীয় জল, ২৪ ঘণ্টা বিদ্যুৎ প্রতি ঘরে

ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদেরও তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিজেপিকে রুখতে বামপন্থীদের ভোট নষ্ট না করার আবেদন জানান তৃণমূল সুপ্রিমো। একুশের ইস্তাহারে যুবক যুবতীদের সাবলম্বী করার পাশাপাশি বিজেপির রাম কার্ডের পরিবর্তে দিদির স্টুডেন্ট কার্ডই হতে পারে মাস্টার স্ট্রোক, মত ওয়াকিবহাল মহলের