Date : 2024-04-25

প্রশ্নের মুখে টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশে করোনা সংক্রমণের হার ক্রমশই বাড়ছে। আইপিএলেও থাবা বসিয়েছে মারণ এই ভাইরাস। ইতিমধ্যে বিভিন্ন দলের বেশ কয়েকজন ক্রিকেটার, গ্রাউন্ড স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন। তাও আবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। স্বাভাবিকভাবেই টি—টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

শোনা যাচ্ছিল, আইপিএল শেষ দিকে স্টেডিয়ামে দর্শক ফেরানো যায় কি না, সেটা নিয়ে একটা প্রাথমিক চিন্তা—ভাবনা শুরু করেছিল বিসিসিআই। কিন্তু এই পরিস্থিতিত কোনওভাবেই যে সেটা সম্ভব নয়, তা বলে দেওয়া যায়। অক্টোবর—নভেম্বরে ভারতে টি—টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। প্রশ্ন উঠছে, আদৌ ওই টুর্নামেন্ট করা যাবে তো?

আইসিসি—ও প্ল্যান বি তৈরি রাখছে। তবে এখনই ভারত থেকে বিশ্বকাপ সরানোর কোনও চিন্তা—ভাবনা যে করা হচ্ছে, সেটা তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল। আইসিসি—র অন্তবর্তীকালীন সিইও জানিয়েছেন, “আগে আমাদের যেরকম পরিকল্পনা ছিল, এখনও পর্যন্ত সেভাবেই আমরা এগোচ্ছি। আমাদের প্ল্যান বি তৈরি রয়েছে। তবে এখনই ওসব নিয়ে ভাবছি না। আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি। যখন সময় আসবে, তখন আমরা ব্যাক আপ প্ল্যান নিয়ে ভাবব।”