Date : 2024-04-24

অরুণাচল ঘেঁষা চিনা বুলেট ট্রেনে আশঙ্কা

ওয়েব ডেস্ক: তিব্বতে প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু করল চিন। যা অরুণাচলপ্রদেশ সংলগ্ন ভারতের সীমান্তের গা ঘেঁষা। মূলত তিব্বতের রাজধানী লাসা থেকে ছুটবে এই বুলেট ট্রেন। শুক্রবার তারই প্রথম ধাপ হিসেবে তিব্বতের রাজধানী লাসা থেকে নিংচির মধ্যে চলল প্রথম বৈদ্যুতিন বুলেট ট্রেনটি।

গতবছর নভেম্বরেই সিচুয়ান-তিব্বত রেলওয়ের উদ্বোধন করেছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারপর দ্রুত গতিতে কাজ শুরু হয়। মাত্র ৭মাসেই চালু হয়ে গেল সেই রেলপথ। সিচুয়ানের রাজধানী চেংদু থেকে এই বুলেট ট্রেনের যাত্রাপথ শুরু হবে। শেষ হবে লাসায়। এই বুলেট ট্রেন ৪৮ ঘন্টার রাস্তা মাত্র ১৩ ঘণ্টায় অতিক্রম করতে পারে।

জানা গিয়েছে অরুণাচল সীমান্ত থেকে নিংচির দূরত্ব খুব বেশি হলে ৫০ কিলোমিটার। যদিও যাত্রীবাহী পরিষেবার জন্যই এই পরিকাঠামো তৈরি বলে দাবি চিনের। তবুও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশ্লেষকরা। মনে করা হচ্ছে, লাসা ও নিংচির মধ্যে বুলেট ট্রেন চললে মুহূর্তে অরুণাচল সীমান্তে সেনা পাঠাতে পারবে চিন। তবে কি ভারতকে চাপে রাখতেই সড়কপথের পাশাপাশি রেলপথ উন্নয়নে জোর দিচ্ছে চিন? এমনই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের একাংশের।