Date : 2024-03-27

একটি ডোজ নিরাপদ নয়ঃ এইমস প্রধান

ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ-এ ভাসছে গোটা দেশ। আর তার পাশাপাশি ফের চোখরাঙ্গাচ্ছে তৃতীয় ঢেউ। আর কয়েক সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার থার্ড ওয়েব। সেই মতোই পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক রাজ্য। এখন চিন্তায় দুইটি স্টেন। প্রথমটি ডেল্টা এবং দ্বিতীয়টি ডেল্টা প্লাস। ফলে দেশে প্রথম ডোজ পাওয়ার পর ১২-১৬ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে কি প্রথম ডোজ যারা নিয়েছেন, তারা কি আদৌও নিরাপদ?

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এইমস প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, যাঁরা টিকার একটি ডোজ় পেয়েছেন, তাঁদের শরীরে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা নেই। তিনি আরও বলেন, ডেল্টা স্ট্রেনে টিকার সিঙ্গল ডোজ়ের কার্যকরিতা স্রেফ ৩৩ শতাংশ। আর দুই ডোজ়ের পরে কার্যকরিতা ৯০ শতাংশ। তাই টিকার দ্বিতীয় ডোজ দ্রুত দেওয়ার পরামর্শ দেন তিনি।