Date : 2024-04-19

চারধাম যাত্রা স্থগিত

দেশে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তবে তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ রুখতে এবার চারধাম যাত্রা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড হাইকোর্ট। 1লা জুলাই থেকে চারধাম যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল উত্তরাখণ্ড সরকার. দুটি ধাপে চারধাম যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়. কিন্তু করোনা পরিস্থিতিতে সেই নির্দেশে স্থগিতাদেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট।

করোনা বিধি মেনে 1 লা জুলাই থেকে প্রথম দফায় চারধাম যাত্রা শুরু হওয়ার কথা ছিল। 11 জুলাই থেকে দ্বিতীয় দফায় চারধাম যাত্রার ঘোষণা করা হয়। ভ্যাকসিনের শংসাপত্র থাকলেই মিলত এই অনুমতি। নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীরাই প্রবেশে করতে পারবেন বলে জানিয়েছিল উত্তরাখণ্ড সরকার। তবে তৃতীয় ঢেউ রুখতে সব সিদ্ধান্তকেই বাতিল করল উত্তরাখণ্ড হাইকোর্ট। করোনা পরিস্থিতিতে পুণ্যার্থীদের কথা ভেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।