Date : 2024-04-16

তালিকায় নেই কোভিশিল্ড, বিপাকে বহু ভারতীয়

ওয়েব ডেস্কঃ- শুধুমাত্র কোভ্যাক্সিনই নয়, বিদেশে যেতে কোভিশিল্ড নিয়েও সমস্যায় পড়চ্ছেন, বহু ভারতীয়। মূলত ইউরোপীয় দেশগুলিতেই ভ্যাকসিন পাসপোর্টে-র নিয়মে কোভিশিল্ডকে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন বিদেশযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা।

এবিষয়ে সোমবার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র তরফে বলা হয়, “বহু ভারতীয়, যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যেতে সমস্যায় পড়ছেন। আমি সকলকে আশ্বস্ত করছি যে গোটা বিষয়টি আমি শীর্ষস্তরে জানিয়েছি এবং আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই টিকা নিয়ামক সংগঠন ও কূটনৈতিক স্তরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়ে যাবে।”

আগামী ১ জুলাই থেকে ইউরোপে ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সেখানে টিকা নেওয়া থাকলে, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে বা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে তাঁকে এই সার্টিফিকেট দেওয়া হবে। যারা বিদেশ থেকে আসবেন, তাদের কাছেও এই সার্টিফিকেট থাকা আবশ্যিক।