Date : 2024-04-24

শিশুদের দুধের রক্ষাকবচ

আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।এই আশা প্রত্যেক বাবা-মায়ের।সেই আশা মেটাতে ব্যর্থ অনেক বাবা-মা…ই।অন্ততঃ এই করোনা আবহে অনেক মানুষেরই রোজগার নেই।সেই পরিস্থিতিতে এক অনন্য উদ্যোগ।ছোট ছোট শিশুদের মুখে দুধ-ভাত না হোক অন্ততঃ দুধটুকু তুলে দিল আলিপুর সর্বজনীন ক্লাব।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে এবার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার বার্তা। তার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে দরকার পুষ্টিকর খাদ্যের। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য দুধ অন্যতম সুষম খাদ্য। তাই শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য দুধ তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে৤কারণ,বড়দের ভ্যাকসিন দেওয়া হলেও ছোটদের ভ্যাকসিন এখনও দেওয়া হচ্ছে না। তাই তাদের জন্য প্রয়োজন সুষম খাদ্যের। এমনই এক অনন্য উদ্যোগ নিয়েছে আলিপুর সর্বজনীন ক্লাব। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদেরকে রক্ষা করার জন্যই মূলত এই উদ্যোগ। প্রায় সাড়ে তিন হাজার শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে দুধের গ্লাস।

করোনাকে হারাতে দুধ আর এক অস্ত্র। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বহু সহৃদয় মানুষ ক্লাবের পাশে এসে দাড়িয়েছেন