ওয়েব ডেস্ক : জন্মদিন মানে একদিকে যেমন পায়েশ দিয়ে মিষ্টি মুখ, অন্যদিকে তেমনই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কাটা। তবে করোনা আবহে পিপিই পড়ে কেক কাটা এ এক অন্যরকম অভিজ্ঞতা। পিপিই পড়ে কোভিড ওয়ার্ডেই করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে জন্মদিন পালন করলেন করোনাজয়ী এক ব্যক্তি। করোনা আতঙ্ককে দূর করতে ও করোনা রোগীদের মধ্যে ইতিবাচক বার্তা দেওয়ার জন্যই এই উদ্যোগ।
রাজারহাট এলাকার বাসিন্দা শান্তনু সিনহা। গত একমাস হলো করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তার অদম্য ইচ্ছা ছিল যদি করোনার সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পান, তাহলে কোভিড রোগীদের সঙ্গে নিজের জন্মদিন পালন করবেন।
বুধবার জন্মদিন ছিল শান্তনু বাবুর। নিজের সেই ইচ্ছা পূরণ করেও ফেললেন শান্তনু সিনহা। শহরের এক বেসরকারি হাসপাতালে পিপিই পরে কোভিড ওয়ার্ডে কোভিড রোগী ও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পালন করলেন নিজের জন্মদিন। কোভিড ওয়ার্ডেই কাটা হল কেক।
জন্ম-মৃত্যুর মাঝে আটকে থাকা করোনা নামক মারণ রোগকে পরাজিত করা সম্ভব তা কোভিড জয়ীরা দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি নেতির মধ্যেই ইতির সন্ধান সেই বার্তা দিতেই এই উদ্যোগ বললেন শান্তনু সিনহা।