Date : 2024-04-25

পাক সংবাদমাধ্যমে দুই নেতার সংঘর্ষ

ওয়েব ডেস্ক : পাক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী ফিরদৌজ আশিক আওয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে একটি টিভি শো-তে এক পাকিস্তানি সাংসদকে চড় মারছেন। চড় খেয়েছেন সাংসদ বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির কাদির মন্ডখেল। লাইভ শো চলাকালীন ফিরদৌজ এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, তখনই সাংসদ কাদিরের গায়ে হাত তোলেন।   

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের পর্দায় এমনই ছবি দেখা গিয়েছে। কাল তাক নামে ওই শোয়ের অ্যাঙ্কার ছিলেন জাভেদ চৌধুরী। শোয়ে মুখোমুখি তর্ক চলছিল পিটিআই নেত্রী ফিরদৌজ আশিক আওয়ান ও পিপিপি নেতা আব্দুল কাদির খান মান্ডোখেল। তারপরই বিবাদ চরমে পৌঁছয়। টিভির পর্দায় একে অপরকে গালিগালাজও করতে দেখা যায়। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনায় টুইট করে সাফাই দিয়েছেন নেত্রী ফিরদৌজ আওয়ান। তিনি জানিয়েছেন  মান্ডোখেল বারবার তাঁর উদ্দেশে গালিগালাজ করছিলেন। তাঁর বয়ান অনুযায়ী, বিজ্ঞাপনের সময়ে নেত্রীকে এবং তাঁর বাবাকে হুমকিও দিয়েছিলেন সাংসদ। নিজেকে এবং নিজের সম্মান বাঁচাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

পাক সংবাদমাধ্যমে এধরণের মারধর ও গালিগালাজের ছবি নতুন নয়। এর আগেও এধরণের ছবি দেখা গিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমে।