Date : 2024-04-25

বাজারে ভিড়, তৃতীয় ঢেউ নিয়ে রাজধানীকে সতর্কবার্তা আদালতের

ওয়েব ডেস্কঃ মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ বদলালো দিল্লির চিত্র। গতমাসেই শয়ে শয়ে চিতা জ্বলার ছবি উঠে এসেছিল সামনে। আর লকডাউন উঠতেই উঠে এসেছে ভিড়ে ঠাসা বাজারের ছবি। করোনার দ্বিতীয় ঢেউ-এর পরই তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্কতা জানিয়েছেন বিশিষ্টমহল। আর সেই আশঙ্কাতেই এবার কেন্দ্র ও দিল্লির কেজরীবাল সরকারকে সতর্ক করত দিল্লি হাইকোর্ট।

আদালতের বক্তব্য, কোভিড বিধি ভাঙলে তা আদতে তৃতীয় ঢেউয়ের গতিকেই ত্বরান্বিত করবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় গত সোমবারই দিল্লিতে লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হয়। আর তারপর থেকেই বাজার, দোকান, রেঁস্তরা গুলিতে ভিড় বাড়তে শুরু করে। বেশীরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। শারীরিক দূরত্ব বিধিও শিকেয় উঠেছে। আর তাতেই সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে তীব্র। তবে দিল্লি মুখ্যামন্ত্রী এর আগে জানিয়েছিলেন, করেনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। হাসপাতালে আইসিইউ শয্যা এবং ওষুধের সরবরাহ বাড়ানো হচ্ছে। তবে জনসচেতনতা না বাড়লে যে পরিকাঠামো বৃদ্ধি করেও লাভ হবে না, তা দেখিয়েছে দ্বিতীয় তরঙ্গ।