Date : 2024-03-29

হজে কাঁটা করোনা! হজযাত্রায় অনুমতি মিলল না ভারতের

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বিশ্ব চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউও। কবে গোটা বিশ্বকে টিকা করণের আওতায় আনা যাবে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহলের একাংশ। এই পরিস্থিতিতে বাতিল হয়ে গেল হজযাত্রা। চলতি বছর সৌদি আরবে হজযাত্রায় ভারতীয়রা অংশগ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল।

এবার সেই আশঙ্কাকে সত্যি করেই সৌদি সরকার জানিয়েছে, করোনার দ্বিতীয় সংক্রমণের কথা মাথায় রেখেই ভারত-সহ অন্যান্য দেশের হজযাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। সূত্রের খবর, জুলাই থেকে শুরু হবে হজ। তবে সৌদি আরবে বসবাসকারীদের হজযাত্রায় অংশগ্রহণ করার অনুমতি মিলেছে। তবে এ ক্ষেত্রে জারি করা হয়েছে করোনাবিধি। সৌদি সরকার জানিয়েছে 18 থেকে 65 বছরের মধ্যে যে সব ব্যক্তি প্রতিষেধক নিয়েছেন তারা হজযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।