Date : 2024-04-25

দেশে আসছে চতুর্থ ভ্যাকসিন

ওয়েব ডেস্কঃ জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদন পেল ‘মডার্না’ ভ্যাকসিন। এই ভ্যাকসিন আমদানির জন্য ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছিল সিপলা নামক এক ওষুধ সংস্থা। সেই আবেদনেই সাড়া দিয়েছে ডিসিজিআই। ফলে এ বিষয়েই ডঃ ভিকে পাল বলেছেন, “এই ভ্যাকসিন আপাতত জনসাধারণকে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে।”

সাধারনত, বিদেশ থেকে আসা ভ্যাকসিনের ক্ষেত্রে ভারতে নতুন করে ট্রায়ালের ব্যবস্থা করা হয়। কিন্তু সিপলা তাদের আবেদনে জানিয়েছিল, যাতে ওই ট্রায়ালের সরকারি সিদ্ধান্ত এক্ষেত্রে কার্যকর না হয়। ইতিমধ্যেই আমেরিকায় ট্রায়াল সম্পূর্ণ হয়েছে মডার্নার। আর সেই রিপোর্টও পেশ করেছে সিপলা। ফলে এটি একটি ‘এমআরএনএ’ ভ্যাকসিন, যা করোনার ডেলটা ভ্যারিয়েন্টের ওপর অধিক কার্যকর বলে দাবি করেছেন বহু বিশেষজ্ঞরা।