Date : 2024-03-29

ইউরোর কোয়ার্টরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দুই হেভিওয়েট বেলজিয়াম এবং ইতালি

ইউরোর কোয়ার্টরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দুই হেভিওয়েট বেলজিয়াম এবং ইতালি। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত 12.30 টায়। এখনও পর্যন্ত বৃহত্তর আসরে চারবার মুখোমুখি হয়েছে ইতালি এবং বেলজিয়াম। তার মধ্যে চারবারই অপরাজিত থেকেছে ইতালি। এখনও পর্যন্ত টানা 31 ম্যাচে অপরাজিত রয়েছে আজুরিরা। বেলজিয়ামের বিপক্ষেও তাই নিজেদের অপরাজিত আখ্যা ধরে রাখতে মরিয়া রবার্তো মানচিনির দল। ম্যানুয়েল লোকাতেলি এবং পেসিনাকে প্রথম একাদশে আনতে পারেন ইতালি কোচ। রক্ষণভাগে জিওর্জিও চিয়েলিনি এবং আলেজান্দ্রো ফ্লোরেঞ্জি শুরু করতে পারে বেলজিয়ামের বিপক্ষে।

চলতি বছরে এখনও অপরাজিত রয়েছে বেলজিয়াম। কোনও ম্যাচেই এখনও পর্যন্ত হারেনি রবার্তো মার্টিনেজের দল। শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে দিয়েছে ইউরোর ডার্ক হর্সরা। তবে ইতালির বিপক্ষে চোটের জন্য অনিশ্চিত কেভিন ডি ব্রুইন এবং ইডেন হাজার্ড। তবুও লড়কে লেঙ্গে মেজাজেই ফুটবলারদের চাঙ্গা রাখছেন মার্টিনেজ। থরগ্যান হাজার্ড মাঝে মধ্যেই চকিতে শট নিয়ে বিপক্ষের ত্রাস হয়ে দাঁড়াচ্ছেন। আক্রমনে রোমেলু লুকাকুর ওপর দায়িত্ব বর্তাচ্ছে হাজার্ডের অনুপস্থিতিতে নিচে নেমে বল পজিশন নেওয়ার। সব মিলিয়েল চলতি ইউরোর অন্যতম সেরা ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।