Date : 2024-04-19

কোভিডে ৯৮ শতাংশ কার্যকরী কোভিশিল্ড, জানাল প্রতিরক্ষা মন্ত্রকের সমীক্ষা-রিপোর্ট

ওয়েব ডেস্কঃ নতুন সংক্রমণে মৃত্যুর সংখ্যা রুখতে ৯৮% কার্যকরী কোভিশিল্ড। মঙ্গলবার একথা জানালো, প্রতিরক্ষা মন্ত্রক। প্রথম সারির কোভিড যোদ্ধার উপর সমীক্ষা চালিয়েছে আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস। আর তাতেই দাবী করা হয়েছে, এই সমীক্ষায় যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের অধিকাংশই স্বাস্থ্যবান পুরুষ। অনেকেরই গুরুতর কোনও অসুখবিসুখ নেই। বয়স্ক এবং শিশুদের উপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্যই নেই এই রিপোর্টে।

চলতি বছরে জানুয়ারি মাস থেকেই কোভিড টিকাকরণ শুরু হয়েছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনার সঙ্গে যুক্তরা কবে প্রথম ও দ্বিতীয় টিকা নিয়েছেন, কে কবে কোভিডে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে— সেই সমস্ত তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।