Date : 2024-04-25

কোভিড বিধি না মানলেই দৈনিক ১ লক্ষ ছাড়াতে পারে সংক্রমণ জানাল আইসিএমআর

ওয়েব ডেস্কঃ কোভিড বিধি না মানলে বাড়তে পারে সংক্রমণ। যা বেড়ে ছাড়াতে পারে ১ লক্ষ। এমনটাই আশঙ্কা করছে আইসিএমআর। জানানো হয়েছে, ‘‘প্রতিটি রাজ্যের ক্ষেত্রে পৃথক ভাবে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি পর্যালোচনা করে সেই মতো পদক্ষেপ করতে হবে। এমন অনেক রাজ্য আছে, যেখানে সংক্রমণের প্রথম দু’টি ঢেই সে ভাবে আঘাত হানতে পারেনি। কিন্তু সক্রিয় না হলে ওই রাজ্যগুলিতেও তৃতীয় ঢেউ তীব্র আঘাত হানতে পারে।’’

অন্যদিকে, ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে কোভিড ‘ডেল্টা প্লাস’ প্রজাতির খোঁজ মিলছে। সে সম্পর্কেই আইসিএমআর জানিয়েছে, ‘‘ভাইরাসটি যত রূপান্তরিত হবে পরিস্থিতির তত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।’’ ফলে যেখানে আক্রান্ত বেশি, আর সেই এলাকাগুলিতেই টিকাকরণে জোর দিতে হবে চিকিৎসার উপরে। তবেই সংক্রমণ নিয়ন্ত্রণ হবে।