Date : 2024-03-29

গুরুতর অসুস্থতায় স্বস্তি দিচ্ছে ফাইজার

করোনার ডেল্টা প্রজাতির প্রকোপ বাড়তেই নাকি কার্যকারিতা কমে গিয়েছে ফাইজার ভ্যাকসিনের। এমনই দাবি করছে ইজরায়েল সরকার। বিবৃতিতে বলা হয়েছে, আগে যেখানে 94 শতাংশ কার্যকারিতা ছিল, সেখানে তা কমে দাঁড়িয়েছে অনেকটাই। 6 জুন থেকে জুলাইয়ের শুরু অবধি দেখা গিয়েছে 64 শতাংশ মানুষকে সুরক্ষা দিয়েছে এই টিকা। তবে নিরাশ হওয়ার কারণ নেই।

একইসাথে আরেকটি তথ্যও জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। গুরুতর অসুস্থতার হাত থেকে রক্ষা দিচ্ছে এই ভ্যাকসিন। আর সেটাকে বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইজরায়েলে জোরকদমে চলছে টিকাকরণ। 57 শতাংশ নাগরিকদের ইতিমধ্যেই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। 57 শতাংশই দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছেন। তবে গুরুতর অসুস্থতার থেকে ফাইজার ভ্যাকসিনে কিছুটা স্঵স্তি মিলেছে দেখে অনেকটাই স্বস্তিতে ইজরায়েল সরকার।