Date : 2024-04-25

ড্রোনের হানা আকাশে, ভূ-স্বর্গে রক্তপাত

দিনকয়েক আগেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হানা ঘটিয়েছিল সন্ত্রাসবাদিরা। এই ঘটনার পরে কার্যত নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। প্রশ্ন উঠেছে কীভাবে নজরদারি এড়িয়ে হামলা চালানো হল তা নিয়ে। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের ড্রোন উড়ল উপত্যকায়। শুক্রবার ভোরে সীমান্তের আরনিয়া সীমান্তে একটি ড্রোন উড়তে দেখা যায়। অবশ্য খুব বেশিক্ষণ উড়তে দেখা যায়নি সেটিকে। বিএসএফের গুলি বৃষ্টির পরে পাকিস্তান আকাশসীমার দিকে উড়ে যায় ড্রোনটি।

আকাশে বিপদ সঙ্কেতের মধ্যেই সীমান্তের মাটিও উত্তপ্ত হয়ে ওঠে এদিন। পুলওয়ামার রাজাপোরা গ্রামের হনজন গ্রামে গুলির লড়াই চলে সেনা জঙ্গির মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় সেনা ও যৌথ বাহিনী। তবে এই যুদ্ধে শহিদ হয়েছেন এক জওয়ান। পুলিশের দাবি ওই এলাকায় আরও বেশ কিছু জঙ্গি ঘাপটি মেরে আছে। এলাকায় টহল দিচ্ছে বিএসএফ।