Date : 2024-04-19

ত্বক বাঁচানোর সহজ উপায়

দূষণের থেকে ত্বক বাঁচিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। ত্বক ভালো রাখতে অনেকেই ব্যবহার করেন দুধ। একসময়ে দুধে স্নানেরও প্রচলন ছিল। কসমেটিক্সের ভিড়ে সেস। এখন হারিয়ে যেতে বসেছে। তবে অনেকেই ঘরোয়া উপায় ত্বক সুস্থ রাখার উপায় খোঁজেন। তবে কাঁচা দুধের থেকে আর ভালো কিছুই হতে পারে না। ত্বক সুস্থ, সতেজ রাখতে দুধ ভিষণই জরুরি। এখন প্রশ্ন কাঁচা দুধ কিভাবে ব্যবহার করবেন ?

ত্বকে ট্যান দূর করানোর জন্য কাঁচা দুধ ব্যবহার করা যেতে পারে। পাঁচ মিনিট দুধে তুলো ডুবিয়ে মুখে ঘষলে তা পরিষ্কার করা যায়। স্কিন টোনার হিসেবেই কাঁচা দুধ উপকারী। গলা, হাতে, ঘাড়েও একইভাবে কাঁচা দুধ ব্যবহার করলে উপকার পাওয়া যায়। যাঁদের ত্বক শুষ্ক তাঁদের জন্যও কাঁচা দুধ উপকারী। রাতেও একইভাবে কাঁচা দুধ ব্যবহার করলে ত্বক সতেজ থাকে। দুধের সঙ্গে হলুদ দিয়ে প্যাক বানিয়ে মুখে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বক মসৃণ করতে দুধের সঙ্গে মধুও উপকারী। বিশেষজ্ঞদের মতে কাঁচা দুধের সঙ্গে কোনও কসেটিক্সের তুলনাই হয় না।