Date : 2024-04-25

দ্বিতীয় ঢেউ-এ অক্সিজেনের অভাবে কেউ মারা যাননি, জানাল কেন্দ্র

ওয়েব ডেস্কঃ করেনার দ্বিতীয় ঢেউ-এর কেউ মারা যায়নি। সংসদে প্রশ্নের উত্তরে এমনটাই জানাল কেন্দ্র। পাশাপাশি এও বলা হয়, মৃত্যুর বিষয়টি রাজ্য সরকার কেন্দ্রের কাছে জানায়। কোনও রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর তাদের কাছে আসেনি।

করেনার দ্বিতীয় ইনিংসের সময়, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর আসে। কিন্তু এবিষয়ে কেন্দ্রের দাবি, তাদের কাছে লিখিত অভিযোগ হিসাবে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি। তবে স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে স্বীকার করা হয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউ-এর সময় অক্সিজেনের চাহিদা অনোকটাই বেড়ে গিয়েছিল। সেই সময়, অক্সিজেনের সর্বোচ্চ চাহিদা ছিল ৩ হাজার ৯৫ মেট্রিক টন, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় সেই চাহিদা বেড়ে হয় ৯ হাজার মেট্রিক টন।