Date : 2024-04-26

পরীক্ষামূলক উৎক্ষেপণে ভেঙে পড়ল ব্রহ্মস

সাম্প্রতিক ইতিহাসে ভারতের তৈরি এই অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইলটি পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। ওড়িশার বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে ভারতের অত্যন্ত শক্তিশালী সুপারসোনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র। ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মস নামকরণটি হয়েছে ভারত ও রাশিয়ার দুটি নদী ব্রহ্মপুত্র ও মস্কোভার নামে। ব্রহ্মসের সবচেয়ে বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। পরীক্ষামূলক উৎক্ষেপণের পরেই ঘটে এই দুর্ঘটনাটি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে উৎক্ষপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কি কারনে কেন তা ভেঙে পড়ল তা এখনো জানা যায়নি। এর কারণ সন্ধানে গঠিত হয়েছে একটি বিশেষজ্ঞদল। যা তৈরী হয়েছে ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং ডিআরডিও কে সঙ্গে নিয়ে। ব্রহ্মসের এর আগেও পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। কিন্তু এর আগে এই ধরনের দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। অনুমান করা হচ্ছে ক্ষেপনাস্ত্রের প্রোপালসান ব্যবস্থার কোনো ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে সঠিক কি কারনে এই ঘটনা তা এখনো জানা যায়নি।এর আগে এই ব্রহ্মসের উৎক্ষেপণ হয়েছিল ৩০০কিলোমিটার পর্যন্ত।