Date : 2024-04-20

পূর্ব থেকে পশ্চিম, ২১ শে আক্রান্ত তৃণমূল

পশ্চিমবঙ্গের মতোই বেশ কয়েকটি রাজ্যে আজ শহিদ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। বাদ যায়নি মোদি রাজ্যও। তবে সেখানে শহিদ দিবস পালনে কিছুটা হলেও বাঁধার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। শহিদ দিবসে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হওয়ার আগেই আমেদাবাদে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখ। অভিযোগ, বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে, ত্রিপুরায় অতিমারিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করার অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও, রাস্তায় জমায়েত করতে গিয়ে এবার দলের ত্রিপুরা শাখার নেতা আশিসলাল সিনহা সহ ৮২ জনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল সূত্রে খবর, আগরতলা সহ রাজ্যের একাধিক জেলায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ২১ জুলাই উপলক্ষ্যে বক্তব্য শোনানা হবে কর্মী, সমর্থকদের। তবে অনুমতি দেয়নি জেলা প্রশাসক। ফলে তা সত্ত্বেও জমায়েত করায়, গ্রেফতার করা হয় তাদের।