Date : 2024-04-26

বিধিনিষেধ তুলে মাস্ক পরার দায়িত্ব দিল ব্রিটেন

ওয়েব ডেস্কঃ মাস্ক পড়ার দায়িত্ব এবার নিজেদেরই নিতে হবে। এমনই বার্তা ব্রিটেন সরকারের। গতমাসেই লকডাউন তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেল্টা স্ট্রেনের প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। সূত্রে খবর, আগামী ১৯ জুলাই লকডাউন তুলে দেওয়া হবে। ফলে মাস্ক পরাও আর বাধ্যতামূলক থাকবে না। এইটি নিজেদের ব্যক্তিগত দায়িত্ব হিসাবেই ধরা হবে।

এবিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন জেনরিক বলেন, ‘‘ব্যাপারটা এ রকম টিকাকরণের সাফল্যে বিধিনিষেধ লঘু করা হচ্ছে। আমরা পুরনো জীবনে ফিরতে পারছি। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি। ভাইরাসের সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেককে নিজের দায়িত্ব নিতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী বরিস জনসন খুব শীঘ্রই সবটা জানাবেন। তবে সব সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের হাতে আসা কোভিড-তথ্যের উপরে। প্রয়োজনের বেশি কিছু করতে হবে না কাউকে। সরকার কিছু বলে দেবে না, কী করতে হবে, না হবে। নিজেকেই বিচার করতে হবে। নিজের দায়িত্ব নিতে হবে।’’