Date : 2024-03-29

শুরু হয়েছে করেনার তৃতীয় ঢেউ, উদ্বিগ্ন ‘হু’

ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই শুরু তৃতীয় ঢেউ। বাড়চ্ছে মৃত্যু সংখ্যাও। আর তা নিয়েই উদ্বিগ্ন ‘হু’। বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।’’

ডেল্টা প্লাস নিয়ে ইতিমধ্যেই চিন্তায়, বিশ্বের ১১১টি দেশ। ‘হু’-এর তরফে বলা হয়েছে, “ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।”

তিনি আরও জানিয়েছেন, ‘‘কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলিতে করোনা বিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।’’ ‘হু’-এর পরামর্শ, ‘‘সেপ্টেম্বরের মধ্যেই পৃথিবীর সবক’টি দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর এ বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে।’’