Date : 2024-04-20

সংক্রমণ রুখতে নতুন উপায়…

দেশে করোনার দ্বিতীয় অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে উদ্বেগ একটুও কমছে না ত্রিপুরা প্রশাসনের। কার্ফু, লকডাউন করা হলেও কোনও ফল মিলছে না। কড়াকড়িতেও কমছে না সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে স্পট আন্টিজেন টেস্ট শুরু করল ত্রিপুরা সরকার। প্রথম দিনে ৪১ জনের টেস্ট করে একজনের রিপোর্ট পজিটিভ আসে।

দ্বিতীয় দিনেও ৫৯ জনের মধ্যে একজন আক্রান্তের খবর আসে। সূত্রের খবর, ওই দুজন করোনা আক্রান্তকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। করোনা বিধি না মানলে জরিমানা করারও সিদ্ধান্ত নিল সরকার। যদি কেউ মাস্ক না পড়েন সেক্ষেত্রে ২00 টাকা জরিমানা। মাস্ক পরেও নাক, মুখ খোলা থাকলে ৪00 টাকা জরিমানার নির্দেশ দিল ত্রিপুরা সরকার। পাশাপাশি দূরত্ব-বিধি না নামলে ১ হাজার টাকা জরিমানার নির্দেশ।