Date : 2024-04-20

সংঘাত আবহেই , নাগা সীমানা থেকে সেনা প্রত্যাহার অসম ও নাগাল্যান্ডের

ওয়েব ডেস্কঃ মিজোরামের সঙ্গে সংঘাত চলছেই। আর এরই মাঝে পড়শি রাজ্য নাগাল্যান্ডের সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করল অসম। এূিন এই চুক্তিকো ঐতিহাসিক চুক্তি বলে ব্যাখ্যা করলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সূত্রের খবর, যাবতীয় অস্ত্রশস্ত্র এবং পরিকাঠামো-সহ সীমানা থেকে দু’পক্ষই সেনা প্রত্যাহার করবে। জনখানা নালা এবং পার্বত্য এলাকার জঙ্গলে নজরদারি টাওয়ার বসাতে পারবে অসম বন দফতর। কার্যত মিজোরামের সঙ্গে সংঘাতের মাঝেই পুরনো বিবাদ ভুলে নাগাল্যান্ডের সঙ্গে হাত মেলালন অসম সরকার। ফলে, অসম ও নাগাল্যান্ডের ৫১২ কিলোমিটার দীর্ঘ সীমানা নিয়ে বহু বছর ধরেই টানাপড়েন চলছে। সুপ্রিম কোর্টেও মামলা ঝুলছে। সেই পরিস্থিতিতেই নিজেদের মধ্যে শান্তিস্থাপনে উদ্যোগী হল অসম ও নাগাল্যান্ড।