Date : 2024-04-19

সরকারি চাকুরীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

ওয়েব ডেস্কঃ সেভেন পে কমিশনে মহার্ঘ ভাতা বাড়ল সরকারি কর্মচারীদের। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ২৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ১ জুলাই থেকে। বর্তমানে ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে গবছর জানুয়ারিতে ৪ শতাংশ এবং জুনে ৩ শতাংশ। চলতি বছরে ৪ শতাংশ বাড়ানো হলেও কোভিড পরিস্থিতির কারণে সেই বর্ধিত অর্থ তারা পেতেন না।

কোভিডের দ্বিতীয় ঢেউ-এ জেরবার গোটা দেশ। এখনও দেশের বেশ কয়েকটি রাজ্যে চলছে লকডাউন। লকডাউন চলায় তাতেই কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। আর এই আপৎকালীন কারণেই সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা। তবে সবদিক বিচার করে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য জুলাই থেকেই ফের চালু হল মহার্ঘ ভাতা।