Date : 2024-04-19

কাবুলের গুরুদ্বারে আটকে ভারতীয় হিন্দু ও শিখরা, নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি

ওয়েব ডেস্কঃ কাবুলের গুরুদ্বারে এখনও আটকে রয়েছে, হিন্দু ও শিখরা। দেশে ফিরতে চাইছেন তাঁরা। তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি। আর এই পরিস্থিতিতে সেখানে আটকে থাকা শিখদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তালিবানরা। এমনটাই জানাচ্ছেন, গুরুদ্বারের প্রধান।

এই নিয়েই একটি ভিডিও নেটমাধ্যমে প্রকাশ করেছেন অকালি দলের নেতা মনজিন্দর সিংহ শীর্ষ। এছাড়াও এদিন মনজিন্দর সিংহ টুইট করে বলেন, কাবুলের গুরুদ্বারের প্রধানের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি। সেখানে অনেকে আটকে আছেন। তালিবান নেতারা সেখানে গিয়ে হিন্দু ও শিখদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।’ এর আগেই সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টুইট করে আফগানিস্তানের গুরুদ্বারে আটকে থাকা শিখদের উদ্ধার করার অনুরোধ করেছিলেন। যদিও তার মধ্যেই গুরুদ্বারে আটকে থাকা হিন্দু ও শিখরা সুরক্ষিত বলেই জানাল তালিবান।