Date : 2024-03-29

কাশ্মীরে দেশদ্রোহীদের জব্দ করতে এবার নয়া কৌশল, সেনাদের ঢিল মারলে পাসপোর্ট নয় কাশ্মীরে

ওয়েব ডেস্কঃ দেশদ্রোহীদের জব্দ করতে এবার নয়া কৌশল কাশ্মীরে। ভারতীয় সেনাদের উপর আক্রমণ করলে পাসপোর্ট নয়। ভারতবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরকারী চাকরি এবং পাসপোর্টের অধিকার থেকে বঞ্চিত করতেই এই নির্দেশ, দেওয়া হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম।

ইতিমধ্যেই উপত্যকায় সিআইডি-র স্পেশ্যাল ব্রাঞ্চের তরফে ইতিমধ্যেই এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা লঙ্ঘন, পাথর ছোড়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে যুক্ত সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এছাড়াও চাকরির আবেদনের ক্ষেত্রে, পরিবারের সদস্যদের কেউ উপত্যকার কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কখনও কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন কি না, অথবা জামাত-ই-ইসলামি-র মতো নিষিদ্ধ, চরমপন্থী সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কি না, তা জানানো বাধ্যতামূলক।