Date : 2024-03-29

কোভ্যাকসিনের ট্রায়াল শুরু বাংলাদেশে

করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ রোধে বহু দেশে চলছে লকডাউন। সংক্রমণ কমায় অনেক দেশ শিথিল করেছে বিধি-নিষেধ। তবে আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই জল্পনা শুরু হয়েছিল সংক্রমণের তৃতীয় ঢেউয়ের। গবেষকদের ধারণা ছিল, সেপ্টেম্বরের শেষ ভাগে বা অক্টোবরের শুরুতে নতুন করে সংক্রমণ শুরু হবে। তবে বর্তমানে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সেপ্টেম্বর নয়, অগস্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।

তাই টিকাকরণে জোর দিচ্ছে প্রত্যেকটি দেশ। এই পরিস্থিতিতে এবার কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি মিলল বাংলাদেশে। ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে সে দেশে। মঙ্গলবার এমনটাই জানালেন বাংলাদেশ মেডিক্যাল ঍ন্ড রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলি। ভারতীয় সংস্থা ভারত বায়োটেক করোনার কোভ্যাকসিন টিকা তৈরি করেছে। তবে দেশের করোনা পরিস্থিতির জেরে অনুমোদন কিছুটা দেরিতে পেল বাংলাদেশ, বলে মনে করছেন ডা. সৈয়দ মোদাচ্ছের আলি।