Date : 2024-04-24

জলের ধাক্কায় ভেঙে গেল জোড়া ব্রিজ

টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা। এক নাগাড়ে বৃষ্টিতে জলে ভর্তি ছিল বাঁধ। একেবারে কানায় কানায় ভরা। জল ছাড়তেই তলিয়ে গেল বাঁধের উপর দুটি ব্রিজ। জলের তোড়ে নিমেষের মধ্যে ভেঙে গেল ব্রিজ দুটি। মধ্যপ্রদেশের দাতিয়া জেলার ঘটনা। প্র঵ল গতিতে আসা জলস্রোতই এই দুর্যোগের কারণ। জানা যায়, রতনগড়ের বিখ্যাত কনকদুর্গা মন্দিরে যাওয়ার অন্যতম সহজ রাস্তা ছিল ওই ব্রিজ।

বহু দর্শনার্থী ওই পথ ধরেই মন্দিরে যেতেন। 2013 সালে এই ব্রিজেই পদপিষ্ট হয়ে মারা যান প্রায় 115 জন দর্শনার্থী। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকে। জলের ধাক্কাতেই ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এছাড়াও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গালিয়র, চম্বল সহ একাধিক এলাকা। প্রশাসন সূত্রের খ঵র, সেওপুর, গুনা সহ বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 9 টি জেলায় কমলা সতর্কতা, 8টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে।