Date : 2024-03-29

স্কুল খোলার দাবিতে কেন্দ্রকে চিঠি, মনোচিকিৎসক সংগঠনের

ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠলেও তৃতীয় ঢেউ-এর আতঙ্কে গোটা দেশ। আর সেই আতঙ্কেই এখনও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলি। তবে এবার স্কুল খোলার আবেদন জানিয়েই এ বার কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’।

অতিমারি জেরে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজে পঠনপাঠন। সেই কারণেই মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা, মূলত স্কুলের কমবয়সি ছাত্রছাত্রীরা। প্রি-প্রাইমারির বাচ্চাদের জন্য সপ্তাহে দু’দিন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য তিন দিন, এবং নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে পাঁচ দিন খোলা যেতে পারে স্কুল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়ে সেই পরামর্শ দিল এই বিশেষজ্ঞদের ওই সংগঠন। দেশের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পাঠানো হয়েছে এই চিঠি৷