Date : 2024-04-17

৩ কোটি টাকায় মহাকাশের টিকিট !

করোনা আবহে দেশ বিদেশে বেড়ানোর ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনেকে মহামারি আবহে এখনও ঘরবন্দি অবস্থাতেই রয়েছেন। এই পরিস্থিতিতে খুলে গেল মহাকাশ যাত্রার পথ। টাকা ফেললেই এখন মহাকাশ যেতে পারেন সাধারণ পর্যটক। প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে সেই সাধ পূরণ করা সম্ভব।

ইতিমধ্যে মহাকাশ যাত্রার  জন্য টিকিট বিক্রি করা শুরু করেছে, আমেরিকার ধনপতি রিচার্ড ব্রানসনের মহাকাশযান সংস্থা ভার্জিন গ্যালাটিক।সেই টিকিটের দাম ধার্য করা হয়েছে সাড়ে চার লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য আনুমানিক ৩ কোটি ৩৩ লক্ষ টাকা।আগেও মহাকাশযাত্রার জন্য বিশ্ববাসীকে সুযোগ দিয়েছিলেন ব্রানসন। তখন  দুই থেকে আড়াই লক্ষ টাকার বিনিময়ে একটি টিকিট বিক্রি হয়েছিল।প্রায় ৬০০ জন সেই টিকিট কিনেছিলেন। সাধারণ মানুষের আগ্রহ দেখে এবার দ্বিগুণ করা হল টিকিটের দাম।

৬জন যাত্রীকে নিয়ে উড়তে সক্ষম এই স্পেস প্লেন। যদিও গত মাসে ব্রানসন যে যানটিতে সফর করেছিলেন, তাতে সর্বাধিক ৪টি আসন ছিল। আপাতত সিঙ্গল সিট ও মাল্টি সিট বুকিংয়ের অপশন দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের আগ্রহ দেখে প্রতি বছর অন্তত ৪০০টি স্পেস প্লেন পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে এই মহাকাশযান সংস্থার।

সংস্থার সিইও মাইকেল কোলগ্লাজিয়ার জানান, আগে বুকিং করলে আগে মহাকাশযাত্রার সুযোগ পাবেন। আগামী সেপ্টেম্বরে কয়েকজন যাত্রীকে নিয়ে মহাকাশে রওনা দেবে একটি বাণিজ্যিক ফ্লাইট। পরীক্ষামূলক ওই সফরের পর পুরোদমে মহাকাশ ভ্রমণ  শুরু করবে ভার্জিন গ্যালাটিক ।