Date : 2024-04-15

দূতাবাসের রক্ষা কর্তা ৩ সারমেয়

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : কাবুলে ভারতীয় দূতাবাস রক্ষার দায়িত্বে ছিল মায়া, ববি ও রুবি।তারা কম্যান্ডো। তালিবান কাবুলের দখল নেওয়ার পরে আফগানদের মতোই আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেখানকার ভারতীয় দূতাবাসের কর্মীরা। কাবুল থেকে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। তখন দূতাবাসে যাতে বড়সড় কোনো নাশকতা না হয় তার দায়িত্ব দেওয়া হয় ৩ পুলিশ কুকুরের ওপর।

ভারত-তিব্বত সীমান্ত পুলিশের তরফে জানানো হয় এই তিন পুলিশ কুকুরের ঘ্রাণশক্তি এত প্রখর যে দূরেও যদি কোনো বিস্ফোরক থাকে তারা ঘ্রাণ শুঁকে বলে দিতে পারে। তাই কাবুল তালিবানের দখলে যাওয়ার পর থেকেই তাদের কাজে লাগানো হয়। বাইরে থেকে কোনো গাড়ি ভেতরে ঢুকলেই সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের তারা সতর্ক করত।

বায়ুসেনার বিমানে গুজরাতের জামনগরে ফিরেছে মায়া, ববি ও রুবি।আপাতত পুলিশের শিবিরে রয়েছে তারা। দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ইনস্পেক্টর জেনারেল ঈশ্বর সিং দুহান।