Date : 2024-04-23

সকলকেই করোনার প্রথম ডোজ

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ৪ কেন্দ্রীয় শাসিত অঞ্চল ও ৩ রাজ্যে ১০০ শতাংশ সম্পূর্ণ হল করোনা টিকাকরণের প্রথম ডোজ়। গোয়া, হিমাচল প্রদেশ, লাদাখ, সিকিম, লক্ষদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এই সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০০ শতাংশ কোভিডের প্রথম টিকা পেয়েছেন। একটি তালিকা প্রকাশ করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ মিলিয়ে ৬.২৬ লক্ষ ডোজ় দেওয়া হয়েছে।

গোয়াতে ১১.৮৩ লক্ষ ডোজ় দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৫.৭৪ লক্ষ। সিকিমে দেওয়া হয়েছে ৫.১০ ডোজ। লাদাখে ১.৯৭ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়। প্রথমে কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হয়। এরপর ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হয়ে। এরপর ধাপে ধাপে ১৮ বছর বয়সীর বেশিদের টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।