Date : 2024-04-16

Covid19 Vaccine : 82 কোটি টিকা পাঠানো হয়েছে রাজ্যগুলিতেঃ কেন্দ্র

রিমা দত্ত, নিউজ ডেস্ক : রাজ্য গুলিতে 82 কোটি টিকা পাঠানো হয়েছে শুক্রবার এমনটাই জানালো কেন্দ্র। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, খুব দ্রুতই রাজ্য গুলির কাছে পৌঁছে যাবে আরও 86লক্ষ কোভিড টিকা। এছাড়াও সরকারী বিবৃতিতে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত সব রাজ্যে বিনামূল্যে 81, 39,33,785 টি করোনার টিকার ডোজ পাঠানো হয়েছে। এছাড়াও খুব দ্রুত 85,92,550 টি টিকার ডোজ রাজ্যগুলিতে পাঠানো হবে।

দেশজুড়ে টিকাকরণ কর্মসূচির আওতায় ভারত সরকার। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল 21 জুন থেকেই এই টিকা নিয়ে নয়া নীতি চালু করে কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চল গুলিতে টিকার যোগান আরও বাড়াতে ও টিকাকরণ প্রক্রিয়াকে আরও মসৃণ করতে সরকারের তরফে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তার পরই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবিষয়ে আড়াই কোটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রধানমন্ত্রীর জন্মদিনে দু কোটি ছাব্বিশ লক্ষ করোনা টিকা দিয়ে রেকর্ড গড়ে ভারত। এই বিপুল টিকা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।