Date : 2024-04-19

টিকা না নিলে বাড়িতে থাকুন, সরকারি কর্মীদের সতর্ক করল পঞ্জাব প্রশাসন

রিমা দত্ত, নিউজ ডেস্ক : টিকা না নিয়ে পাঠানো হবে বাধ্যতামূলক ছুটিতে। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এমনটাই জানাল, পঞ্জাব সরকার। সরকারি নতুন একটি নির্দেশিকায় জানা গেছে, পাঞ্জাবের সমস্ত কর্মচারী এখনও টিকা নিয়ে উঠতে পারিনি। আগামী বুধবার থেকে তাঁরা কাজে ফিরতে পারবেন না। শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সরকারি কর্মীরা প্রথম টিকা না নিলে, তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে।

শুক্রবার পঞ্জাবে করোনা পরিস্থিতি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। সেখানে জানানো হয়, সরকারি স্কুলের শিক্ষক এবং কর্মীদের প্রত্যেকের টিকার প্রথম ডোজ নেওয়া হলেও সরকারি দফতরের কর্মীদের কেউ কেউ এখনও টিকা নিতে দ্বিধাবোধ করছেন। এরপরই অমরিন্দ বলেন, ‘‘সরকারি কর্মচারীরা যাতে প্রত্যেকে সময়ে টিকা পান তার জন্য প্রশাসন একাধিক পদক্ষেপ করেছিল। তারপরও যাঁরা টিকা এড়িয়ে গিয়েছেন, তাঁদের এ বার বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে। যতদিন না প্রথম টিকা নেওয়া হচ্ছে, ততদিন তাঁরা কাজে ফিরতে পারবেন না।” তবে যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁরা সম্পূর্ণ টিকাকরণের পরই শিক্ষকতার কাজে বা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারবেন।