Date : 2024-03-29

দেশে কমল সংক্রমণ, গোয়ায় কেরালা ফেরতদের ৫দিনের কোয়ারেন্টাইন

মাম্পি রায়, নিউজ ডেস্ক : উৎসবের মরসুম শুরুর আগেই দেশে কমল  করোনা  সংক্রমণ এবং মৃত্যু। রবিবারের তুলনায় সোমবার ৪.৬ শতাংশ কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। ২১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৩৩৮।

দেশে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২ জন। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। ৪লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে গড়ে ১০০ জনের মধ্যে কোভিড পজিটিভিটির হার ২.২৬ শতাংশ। গত ১৪ দিন ধরে এই হার ৩ শতাংশের নিচে। যা কিছুটা আশার আলো দেখিয়েছে। তবে এখনও দেশে আক্রান্তের নিরিখে এগিয়ে রয়েছে কেরালা। সেরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৪০জন। ৬৭ জনের মৃত্যু হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় ২৭হাজার ২৫৪জন আক্রান্তের মধ্যে ২০হাজার ২৪০জনই কেরালার বাসিন্দা। যা যথেষ্ট উদ্বেগের।   

এরইমধ্যে কোয়ারেন্টাইন বিধি চালু করল গোয়া সরকার।বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে, কেরালা থেকে আসা সমস্ত মানুষকে ৫দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে  কড়া নির্দেশ নিয়েছে গোয়া সরকার।