Date : 2024-03-29

Bangladesh : বিমানবন্দরেই তৈরী ল্যাবরেটরি,চালু আরটিপিসিআর পরীক্ষা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হল আরটিপিসিআর পরীক্ষা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।নমুনা পরীক্ষার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি তৈরি হচ্ছে।বাংলাদেশিদের যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভিতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে। সাংবাদিক সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ কথা জানান।

প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। আরটিপিসিআর টেস্ট করার জন্য কমপক্ষে দু’দিন সময় দিতে হবে বিমান সংস্থাগুলিকে।এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের আশা, আগামী ২ বা ৩ দিনের মধ্যে পুরোপুরিভাবে আরটি-পিসিআর পরীক্ষা শুরু হয়ে যাবে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিকা দিয়েছিলেন, দ্রুত বিমানবন্দরে যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হোক।সেই নির্দেশের পরেই এই কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানান এয়ার ভাইস মার্শাল।