পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : আফগানিস্তানে পুরোপুরি তালিবানরাজ শুরু হওয়ার পর থেকে আফগানবাসীর মধ্যে আতঙ্ক যেন তাড়া করে বেরাচ্ছে। ব্যাঙ্কের এটিএমের সামনে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন আফগান বাসীরা। স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় সকলেই এসেছেন তাদের টাকা তুলে নিতে।আসলে প্রত্যেকের মধ্যেই কাজ করছে অনিষ্চিত ভবিষ্যতের ভয়।তালিবান শাসনে দেশের কি পরিস্থিতি হবে তাদের ব্যাঙ্কে রাখা গচ্ছিত অর্থেরই বা কি হবে সেই আশঙ্কায় তারা তাদের সব অর্থ তুলে নিতে চাইছেন।
কপর্দকশূন্য না থেকে যত বেশি সম্ভব পকেট ভারী রাখাই শ্রেয় মনে করছেন আফগান নাগরিকরা।একই সঙ্গে সংবাদমাধ্যম সূত্রে জানা যায় শহরময় টহল দিয়ে বেড়াচ্ছে তালিবানরা। কোনো মেয়েই একা রাস্তায় এই মূহুর্তে বাইরে বেরোতে পারছে না।তালিবান অবশ্য সামনাসামনি অন্য দাবিই করছে। তারা দেশের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রকের কাজ পুরোদমে চালু রাখতে মরিয়া। সেই সঙ্গে সরকারী কর্মীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে তালিবানরা। ইন্টারনেট সংযোগের পুরো নিয়ন্ত্রণ হাতে রেখে তারা বুঝিয়ে দিচ্ছে তালিবান আছে তালিবানেই। তাই গোটা আফগানিস্তান জুড়েই রয়েছে আতঙ্কের পরিবেশ।