Date : 2024-04-26

রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তান থেকে করোনার প্রতিষেধক-সহ একাধিক বিষয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। যেসব দেশ সন্ত্রাসবাদকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সন্ত্রাসবাদ তাদের কাছে বিপজ্জনক হতে পারে বলেও ভাষণে বলেন প্রধানমন্ত্রী।

কয়েক মাস ধরে তালিবানিরাজ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান। রাষ্ট্রসংঘের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী বলেন আফগানিস্তানের মাটিকে যাতে সন্ত্রাসবাদেরা কাজে না লাগাতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও করোনার প্রতিষেধক নিয়ে বক্তব্য বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বিশ্বে ভারত প্রথম ডিএনএ প্রতিষেধক তৈরি করেছে ১২। বছরের ওপরে সকলকে এই টিকা দেওয়া যেতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়াও দেশ কোভিডের ন্যাজাল ভ্যাকসিন আবিষ্কারের দিকে এগোচ্ছে বলে ভাষণে জানান প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাংলায় পাঠ করেন মোদী। রাষ্ট্রসংঘের ৭২তম বার্ষিক সভায় শুভ কর্মপথে ধর নির্ভয় গান কবিতা পাঠ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।