Date : 2024-03-28

আগুনের কোনও পদবী হয় না নচিকেতা তার নাম, জন্মদিনে নচি কথা

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : বাংলা গানের শুকিয়ে যাওয়া গাঙে তখন হালভাঙা নাওয়ের মতো ভেসে বেড়াচ্ছে কন্ঠীধারী শিল্পীরা। বাংলা ছবিও তখন মরমর অবস্থা। হেমন্ত-সলীল বিহীন সুরের আকাশে বেসুরো হয়ে কানে বাজছে কিছু গান। 1993 সালের এরকম সময়ই হঠাত্ এইচএমভি থেকে বেরোল এই বেশ ভালো আছি। গায়ককে দেখেই নাক সিঁটকেছিলেন তৎকালীন শ্রোতারা। একগাল দাড়ি, ফিকে রঙা জিন্স, গিঁটবাঁধা শার্ট পরে বছর আঠাশের এক যুবক বসে আছে ডাস্টবিনের পাশে। আলবামে গায়কের নাম আছে, পদবী নেই।সঙ্গে তকমা জীবনমুখী বাংলা গান।

“আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার….” 1993 সাল 25 বছরের পথচলার পরেও আজও এতটুকুও কি ঝাঁঝ কমেছে নচিকেতার? নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে আক্ষেপ ধরা পড়েছে গায়কের। “আঠাশ বছরে যে লিখছে যখন সময় থমকে দাঁড়ায়…তাকে চিনতে এত দেরী কী করে করলেন বাংলা গানের শ্রোতারা। আমি যদি এখানকার না হয়ে অন্য কোথাও কেরিয়ার শুরু করতাম, তাহলে সেখানকার বুদ্ধিজীবীরা শ্রোতারাও কি এরকম করতেন?” বুধবার আরও এক বসন্ত পার করলেন স্বপ্নের ফেরিওয়ালা। সামনে নতুন দিন। বয়স বাড়লেও আজও চোখে সেই চাউনি। হাতে কলম। পাশে হারমোনিয়াম। আগুনের কোনও পদবী হয় না নচিকেতা তার নাম।